মিঠাপুকুর (Mithapukur) বাংলাদেশের একটি অন্যতম থানা এবং উপজেলা।
কথিত আছে যে, মুঘল সম্রাট আওরঙ্গজেব সিংহাসনে আরোহন করার পর পরই মির জুমলাকে আদেশ দেন আসাম এবং কোচ বিহার দখল করতে। মির জুমলা তার সৈন্যবাহিনী নিয়ে বর্তমান মিঠাপুকুর মহাবিদ্যালয়ের পেছনে ক্যাম্প স্থাপন করেন। এ সময় তার ক্যাম্পের সৈন্যরা পিপাসার্ত হয়ে পড়লে মির জুমলা পুকুর খুড়তে আদেশ দেন। তিনি পুকুরের পানির মিষ্টতায় মুগ্ধ হয়ে এ এলাকার নাম দেন মিঠাপুকুর। আবার কেউ কেউ মনে করেন যে, শাহ ইসমাইল গাজীই সর্বপ্রথম পুকুরটি খুড়তে আদেশ দেন। তবে যে যাই বলুক না কেন মিঠাপুকুর নামের উৎস যে ওই পুকুরটি - তা আর বলার অপেক্ষা রাখে না।
মিঠাপুকুর নামটি বৃটিশ আমলের বিভিন্ন মানচিত্রে স্থান পেয়েছে। তবে মানচিত্র সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে মিঠাপুকুরের নাম খুঁজে পাওয়া দুষ্কর হতে পারে। নিচে কয়েকজন বিখ্যাত মানচিত্রকারকের তৈরী করা মানচিত্র দেয়া হল যেগুলোতে মিঠাপুকুরের নাম উল্লেখ করা হয়েছে। তবে মানচিত্রগুলো দেখার আগে বলে নেয়া ভালো যে, বৃটিশরা মানচিত্র তৈরী করার সময় যে জায়গার নাম যা শুনেছে ঠিক তাই লিপিবদ্ধ করার চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের সাথে আমাদের ভাষা ও উচ্চারণগত পার্থক্য থাকার কারণে তারা আমাদের কথাগুলোকে যখন উচ্চারণ করার চেষ্টা করেছে তখন সেগুলো অনেকটা বিকৃত হয়েছে। ফলে বিভিন্ন সময়ের মানচিত্রে বিভিন্ন নাম উঠে এসেছে। যেমন ধরা যাক, রেনেল সাহেব যখন নিজে মানচিত্র এঁকেছিলেন তখন তিনি মিঠাপুকুরের নাম দিলেন Mettypokra কিন্তু যখন তিনি আরো দুই ভদ্রলোক, ডুরি এবং অ্যান্ড্রু -এর সাথে মানচিত্র বানালেন তখন মিঠাপুকুর হয়ে গেল Mettypukre. আবার যুগ বদলের সাথে সাথে ইংরেজরা নামও পালটিয়েছেন। যেমন ধরুন, ১৭৭৬ সালে (নিচের ছবিতে সালটা ভুল দেয়া আছে) ডুরি কিংবা রেনেল মিঠাপুকুরকে বলেছিলেন Mettypukre বা Mettypokra. আবার বার্থলোমিউ তার মানচিত্র (১৯২২)-এ বলেছিলেন Mitapokhar পরের মানচিত্রে (১৯৫৪) Mitapukur এবং বিশ্বাস করুন আর নাই করুন, এখনও কোথাও কোথাও মিঠাপুকুর এর রোমানাইজড নাম Mithapukur না লিখে Mitapukur বা Mitāpukur লেখা হয় (বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখতে পারেন)।
[যারা নীচের মানচিত্র গ্যালারি দেখতে পাচ্ছেন না, তারা এই লিঙ্কে যান]