প্রশ্ন

প্রশ্ন

আমি?... আমি কে?
সে?... সে কে?
কত প্রশ্ন! কত উত্তর!
তবু কি প্রশ্ন করা শেষ হয়?

এই ধরা যায় 'মানুষ'।
কেন এই মানুষের পৃথিবীতে আসা?
আবার কেনই বা ফিরে যাওয়া?
তারা আবার এলোই বা কোত্থেকে?

কেন এই প্রশ্ন?
প্রশ্ন দিয়ে কি হয়?
মানুষ কেন প্রশ্ন করে?
সব প্রশ্নের কি উত্তর হয়?

ওহ! আর পারি না।
মনে হয় প্রশ্নের জন্যই মরবো।
কিন্তু কেন মরবো?
ইশ! আবারো প্রশ্ন!

-মুনতাশির আল-ইসলাম আকোন
সকাল ৬:২১, ৭-অক্টোবর, ২০০৯ইং।